| |

Ad

কেন্দুয়া-নেত্রকোনা সড়কের বেহাল দশা প্রতিদিন ঝুকি নিয়ে চলছে যানবাহন

আপডেটঃ 12:11 pm | July 08, 2019

নেত্রকোণা- কেন্দুয়া সড়কের বেহাল দশায় কেন্দুয়া উপজেলার কয়েক হাজার মানুষকে প্রতিদিন চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। কেন্দুয়া – নেত্রকোনা সড়কে ভরাপাড়া বাজার ও বালিজুড়া বাজারের মাঝখানে একটি বড় কালভার্ট রয়েছে, সেটি দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় আছে,মেরামত না করায় ভেঙ্গে পরার উপক্রম হয়েছে। সরজমিনে গিয়ে দেখা যায় উক্ত কালভার্টটি ভেঙ্গে ফাঁক হয়ে যাওয়ায় বড় বড় যানবাহন জীবনের ঝুকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে।উক্ত এলাকার ডাঃ আব্দুর রহিমের সঙ্গে কথা হলে তিনি বলেন কালভার্টটি দীর্ঘদিন ধরে এ অবস্থায় পরে থাকায় মোটরসাইকেল নিয়েও যাতায়াত করা যাচ্ছে না।গর্তের ফলে জীবনের ঝুকি নিয়েই এ সড়ক দিয়ে প্রতিদিন কেন্দুয়া-নেত্রকোনার দুই উপজেলার নারী, পুরুষ, শিশু, রোগী, শিক্ষক ও শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণি পেশার কয়েক হাজার মানুষ বাস, সিএনজি, অটোরিক্সা, মোটরসাইকেলসহ নানান যানবাহনে যাতায়াত করে থাকেন।