| |

Ad

দুর্গাপুরে তিন প্রজন্মের সংলাপ

আপডেটঃ 12:07 pm | July 08, 2019


নেত্রকোনার দুর্গাপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা ডিএসকে‘র হ্যালো আই এম (হিয়া) প্রকল্পের আয়োজনে তিন প্রজন্মের অংশগ্রহনে দিনব্যাপী এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

ডিএসকে‘র মিলনায়তনে সোমবার দুপুরে বাল্যবিবাহ প্রতিরোধ, অল্প বয়সে গর্ভধারন রোধ ও ঝড়েপড়া শিক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রকল্প পরিচালক রুপন কুমার সরকারের সঞ্চালনায় সংলাপে উপস্থিত ছিলেন হ্যালো আই এ্যাম প্রকল্পের টিম লিডার ডাঃ সুস্মিতা আহমেদ, মনিটরিং অফিসার পিএসটিসি আবু সাদাদ মোঃ সায়েম, প্রোগ্রাম এসোসিয়েট মালিহা আহমেদ, ইউপি চেয়ারম্যান শাহীনুর আলম সাজু প্রমুখ। সংলাপে দীর্ঘ আলোচনা শেষে দাদা-দাদী, নানা-নানি, বাবা-মা, কিশোর-কিশোরীরা বাল্য বিবাহের নানা কূফল নিয়ে নানা মতামত উপস্থাপন শেষে বাল্য বিবাহ বন্ধে প্রতিজ্ঞা করেন।