| |

Ad

ময়মনসিংহ জেলা নির্মান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটুকে সংবর্ধনা প্রদান

আপডেটঃ 12:48 pm | July 07, 2019

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে নবনির্বাচিত মেয়র মো: ইকরামুল হক টিটু ও আব্বাস আলী মন্ডল, মো: হাবিবুর রহমান হবি, মো: ফজলুল হক উজ্জ্বল, আলহাজ্ব মো: এমদাদুল হক মন্ডল, মো: আসাদ্দুজ্জামান জামাল , মো: মনোয়ার হোসেন বিপ্লব ও মহিলা কাউন্সিলর মোছা: শামীমা আক্তার কাউন্সিলরদেরকে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল ময়মনসিংহ আলিয়া মাদরাসা ভৈরব রেলগেইট সংলগ্ন ময়মনসিংহ নির্মান শ্রমিক ইউনিয়ন জেলা কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে ময়মনসিংহ নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: বাবুল ফকির মাইজভান্ডারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ১৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাজী খলিলুর রহমান, পাটগুদাম ব্রীজ মোড়ের বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি মো: ইসতিয়াক আহমেদ, ১৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শামসুদ্দিন আহমেদ দুলাল মন্ডল, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন কাজল, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট, মো: শাহজাহান ও মজিবুর রহমান মন্ডল সহ প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্মান শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মো: এনায়েত হোসেন খান, মো: আমজাদ হোসেন, নির্মানের প্রতিষ্ঠাতা মো: আব্দুল হান্নান, নির্মান শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মো: ইমান আলী ও নির্মানের উপদেষ্টা আব্দুল খালেক সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র ইকরামুল হক টিটু ও সংবর্ধিত কাউন্সিলরবৃন্দরা বলেন অসহায় নির্মান শ্রমিকদের সাহায্য সহযোগিতা সহ বয়স্ক ভাতা, পঙ্গু ভাতা ও নির্মান শ্রমিকদের বিধবা ভাতা, ছেলে মেয়েদের শিক্ষার জন্য সাহায্য সহযোগিতা সহ নির্মান শ্রমিকদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন নির্মান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: মোখলেছুর রহমান ফরাজী।