| |

Ad

ময়মনসিংহে এসএসসি ও এইচএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেটঃ 3:45 pm | November 24, 2017

স্টাফ রিপোর্টার : ২০১৭ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে ময়মনসিংহ পৌরসভা। ময়মনসিংহ পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই হাজার শিক্ষার্থীদের সংবর্ধিত করা হয়।
গতকাল শুক্রবার সকালে টাউন হল চত্বরে ময়মনসিংহ পৌরসভা আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে জিপিএ প্রাপ্তদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান, মেয়র মোঃ ইকরামুল হক টিটু, আনন্দ মোহন সরকারী কলেজ অধ্যক্ষ প্রফেসর জাকির হোসেন, মুমিনুন্নিসা সরকারী মহিলা কলেজ অধ্যক্ষ মোঃ মোজাহের হোসেন, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ অধ্যক্ষ ডঃ এ কে এম আব্দুর রফিক, নটর ডেম কলেজ অধ্যক্ষ ফাদার কমল জি. রোজারিও সিএসসি প্রমুখ।এ সময় পৌরসভার প্যানেল মেয়র-কাউন্সিলর আসিফ হোসেন ডন, নজরুল ইসলাম, দুলাল উদ্দিন দুলাল, তাজুল আলমসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন। উল্লেখ্য ময়মনসিংহ পৌরসভার জনপ্রিয় তরুণ মেয়র ইকরামূল হক টিটু দায়িত্ব গ্রহণের পর থেকে ময়মনসিংহ শহরের বিভিন্ন স্কুল কলেজের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করে আসছেন।