| |

Ad

অল্পের জন্য রক্ষা পেলেন হিমেশ রেশমিয়া

আপডেটঃ 12:30 pm | July 05, 2019


সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ভারতের জনপ্রিয় সুরকার এবং গায়ক হিমেশ রেশমিয়া। গাড়িচালকের অবস্থা আশঙ্কাজনক। গত মঙ্গলবার সকালে মুম্বাই-পুনে এক্সপ্রেস ওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে হিমেশ রেশমিয়ার গাড়ি। জানা গেছে, হিমেশ রেশমিয়ার গাড়িচালক রাম রঞ্জন গুরুতর আঘাত পেয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আছেন। হিমেশ রেশমিয়ার আঘাত গুরুতর নয়। তবে তার সম্পর্কে এর চেয়ে বেশি কিছু জানায়নি সূত্র। আশিক বানায়া আপনে, ঝলক দিখলা যা, নাম হ্যায় তেরা, তেরা সুরুর, আপকি কাশিশের মতো একাধিক জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন হিমেশ রেশমিয়া। তিনি আপকা সুরুর, কার্জ, খিলাড়ি ৭৮৬ এবং দ্য এক্সপোজ ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেছেন।