| |

Ad

ত্রিশালে তিন দিন ব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ সমাপ্ত

আপডেটঃ 3:41 pm | November 24, 2017

ত্রিশাল (ময়মনসিংহ)প্রতিনিধি  :ময়মনসিংহের ত্রিশালে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা প্রদানের লক্ষ্যে তিন দিন ব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্র্রশক্ষণ শুক্রবার সমাপ্ত হয়েছে।
ত্রিশাল প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ প্রেস ইনস্টিউট আয়োজিত গন মাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে ২২ নভেম্বর থেকে এ প্রশিক্ষণ শুরু হয়। গতকাল সমাপনি দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও একুশে টিভির সিইও মনজুরুল আহসান বুলবুল। ত্রিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমানের পরিচালনায় ও পিআইবি’র মহাপরিচালক শাহ আলমগীরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবুজাফর রিপন, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক যুগান্তরের ময়মনসিংহ ব্যুরো প্রধান আতাউল করীম খোকন, সাধারন সম্পাদক দৈনিক সমকাল ময়মনসিংহ ব্যুরো প্রধান মীর গোলাম, পিআইবি’র সহকারী অধ্যাপক কামরুন নাহার, সহকারী প্রশিক্ষক তানিয়া পারভীন, বক্তব্য রাখেন প্রশিক্ষণার্থী জহিরুল ইসলাম জুয়েল, হুসাইন শাহীদ ও মেহেদী জামান লিজন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব। প্রশিক্ষণে ত্রিশাল, ভালুকা, নান্দাইল উপজেলার ৪০ জন সাংবাদিক অংশ নেন এবং প্রশিক্ষনার্থীদের মাঝে পিআইবির পক্ষ থেকে সনদপত্র দেয়া হয়।