| |

Ad

গরুর ফুটবল দক্ষতার ভিডিও ভাইরাল

আপডেটঃ 7:11 am | July 04, 2019

ভারতের গোয়ায় কর্দমাক্ত মাঠে একটি গরুর ফুটবল দক্ষতার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
সোয়া দুই মিনিটের ওই ভিডিওতে গরুটির কাছ থেকে বল কেড়ে নিতে একদল বালকের বৃথা চেষ্টার চিত্রও মিলেছে বলে জানিয়েছে এনডিটিভি।
মাঠে খেলতে যাওয়া ওই বালকের দল বেশ কয়েকবার বলটি নিতে চাইলেও গরুটি দক্ষতার সঙ্গেই সেটিকে নিজের কাছেই রেখে দেয়।
ভিডিওতে গরুটিকে পা ও মুখমন্ডলের সাহায্যে বলটিকে এদিক সেদিক নিয়ে যেতেও দেখা যায়।
অনেকক্ষণ পর এক বালক তার দৃষ্টি সরিয়ে নিতে সক্ষম হলে, আরেক বালক বলটি গরুর পা থেকে ছিনিয়ে নেয়।
তাতেও হার মানেনি প্রাণীটি; বালকেরা নিজেদের মধ্যে বলটি পাস করলে, গরুটি ঠিকই বলটিকে অনুসরণ করতে থাকে এবং শেষদিকে ফের বলটির দখল নিতেও সক্ষম হয়।
ক্রিকেট ধারাভাষ্যকার হার্ষা ভোগলে এ ভিডিওটির সঙ্গে ‘আজকে আপনার দেখা সেরা মজার ভিডিও’ শিরোনাম জুড়ে দিয়েছেন।
“এমনকি মেসি কিংবা ফুলানি রাখালেরাও গরুটির কাছ থেকে ফুটবল কেড়ে নিতে পারবে না,” বলেছেন এক ব্যবহারকারী।
সাদা রংয়ের এ গরুটি ফুটবল পছন্দ করে বলে মন্তব্য করে অন্য এক ব্যবহারকারী।
“তার (গরু) কাছ থেকে বলটি কেড়ে নেওয়ার সাহস করো না,” হুঁশিয়ারি তার।