| |

Ad

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

আপডেটঃ 2:31 pm | July 02, 2019

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে নগরীতে মঙ্গলবার সকালে পৃথকভাবে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ও মহানগর বিএনপি এবং গণসংহতি আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার নেতৃবৃন্দরা।
সকাল ১০টায় নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে প্রথমে বিক্ষোভ সমাবেশ করে জেলা বিএনপি। এরপর বেলা ১১টায় একই দাবীতে বিক্ষোভ সমাবেশ করে মহানগর বিএনপি। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ গ্যাসের প্রচুর মজুদ রয়েছে।

তাই গ্যাসের দাম বৃদ্ধি না করে প্রথমে চুরি বন্ধ করতে হবে। সরকার জনস্বার্থে গ্যাসের ব্যবহার না করে ব্যক্তি স্বার্থে করছে। এ সময় গ্যাসের দাম বৃদ্ধি না করার আহবান জানানো হয়। এখানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-দক্ষিণ জেলা বিএনপি সভাপতি এবায়দুল হক চাঁন, উত্তর জেলা সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া প্রমুখ।

অপরদিকে এই দাবীতে বেলা ১১টায় অশি^নী কুমার টাউন হলের সামনের সড়কে মানববন্ধন করেছে গণসংহতি আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার নেতৃবৃন্দরা।