বাগেরহাটে নারীকে কুপিয়ে ডাকাতি
আপডেটঃ 12:01 pm | June 28, 2019
বাগেরহাটের কচুয়ায় শিল্পি বেগম (৩৮) নামে এক নারীকে কুপিয়ে মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার নরেন্দ্রপুর গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। গতকাল শুক্রবার ভোরে শিল্পিকে উদ্ধার করে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে নেয় স্বজনরা। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানন্তর করা হয়। শিল্পি বেগম নরেন্দ্রপুর গ্রামের জালাল হাওলাদারের স্ত্রী।
জালাল হাওলাদার চাকরির সুবাদে ঢাকায় থাকেন। শিল্পি তার সপ্তম শ্রেণিতে পড়ুয়া ছেলেকে নিয়ে এই বাড়িতে থাকেন। শিল্পির ছেলে মিথুন বলে, রাতে ঘুমিয়ে ছিলাম। কয়েকজন লোক ঘরের দেয়ালের ইট ভেঙে ভেতর প্রবেশ করে। মার কাছে আলমারির চাবি চায়। চাবি না দেয়ায় মাকে কোপায় তারা। মা যখন মেঝেতে পড়ে যায় তখন মার স্বর্ণের চেইন, ঘরে থাকা নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। কচুয়া থানার ওসি (তদন্ত) ইকবাল হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।