| |

Ad

বকশিগঞ্জ বই উৎসবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছেন অতিথিবৃন্দ। উৎসবমুখর পরিবেশে বকশিগঞ্জ উপজেলায় নতুন বই বিতরণ

আপডেটঃ ৬:০১ পূর্বাহ্ণ | জানুয়ারি ০২, ২০১৯


নিজস্ব প্রতিনিধি ঃ জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলায় আনুষ্ঠানিকভাবে নতুন বছরে বিনামূল্যে নতুন বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। গতকাল ১ জানুয়ারি উপজেলার ঐতিহ্যবাহী এন.এম উচ্চ বিদ্যালয় মাঠে বিনামূল্যে বই বিতরণ “বই উৎসব ২০১৯” অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সূচনা বক্তব্য রেখেছেন এন.এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসুমুল হক সিদ্দিকী। প্রধান অতিথির আসন অলংকৃত করেছিলেন বকশিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বকশিগঞ্জ থানা অফিসার ইনচার্জ এ.কে.এম মাহবুব আলম, অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ তাহেরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ছানোয়ার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার অরুণা রায়, বকশিগঞ্জ পৌর যুবলীগের আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম সওদাগর উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেছেন বকশিগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাবেরী সেন। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেছেন উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ এনায়েত উল্লাহ।