| |

Ad

ময়মনসিংহে ১৫ লক্ষ শিক্ষার্থীর মাঝে ১ কোটি ২৫ লক্ষ বই বিতরণ

আপডেটঃ 5:55 am | January 02, 2019

ময়মনসিংহ ব্যুরো ঃ সারা দেশের ন্যায় উৎসব মূখর পরিবশে ময়মনসিংহ জেলায় প্রাথমিক, এবতেদায়ী, দাখিল, এসএসসি বাংলা ভার্সন, ইংরেজী ভার্সন, এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশানাল ও ট্রেড স্তরের ১৫লক্ষ শিক্ষার্থীর মাঝে ১ কোটি ২৫ লক্ষ নতুন বই বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে ময়মনসিংহ শহরের বিদ্যাময়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান। পর্যাক্রমে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের পরিচালক প্রফেসর আজহারুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা মো. নায়েরুজ্জামান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের উপ-পরিচালক আবু নুর মো. আনিসুল ইসলাম চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসার, রফিকুল ইসলাম, বিদ্যাময়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার প্রমুখ। এ দিকে আজ সকালে ময়মনসিং সদর উপজেলা শহরের কালীবাড়ি প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলে উৎসব মূখর পরিবশে বই বিতরন করা হয়েছে। প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ চাঁন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিদ্যালয়ের সভাপতি এ.কে.এম গালিভ খান। এ সময়ে আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের পরিচালক প্রফেসর আজহারুল হক, জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সদর আব্দুল্লাহ আল মাহমুদপ্রমূখ।প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, জেলার এবতেদায়ী, দাখিল, এসএসসি বাংলা ভার্সন, ইংরেজী ভার্সন, এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশানাল ও ট্রেড স্তরের ৬ লাখ ৫২হাজার ৯৪১জন শিক্ষার্থীর মঝে ৮৪লাখ ৩৩হাজার ১১৫ টি এবং প্রথম শ্রেনী থেকে ৫ম শ্রেনীর ৮লাখ ৮৫হাজার ৬০৭জন শিক্ষার্থীর মাঝে ৪১লাখ ২৯হাজার ৮৯০টি বই বিতরণ করা হয়।