| |

Ad

নতুন বছরের শুরুতে ময়মনসিংহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব ॥

আপডেটঃ 5:49 am | January 02, 2019

স্টাফ রিপোর্টার : প্রতি বছরের ন্যায় এবারেও নতুন বছরের প্রথম দিনে ময়মনসিংহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব পালিত হয়েছে। প্রতিটি ছাত্র/ছাত্রীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেওয়া হয়েছে। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা খুবই খুশি হয়েছে। গতকাল জাকজমক অনুষ্ঠানের মাধ্যমে শহরের ঐতিহ্যবাহী গভ: ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়, মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়, প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল, সিটি কলেজিয়েট স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক আবু নূর মো: আনিসুল ইসলাম, প্রধান শিক্ষিকা আঞ্জুমানারা বেগম কবিতা, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক ইকরামুল হক টিটু, সদর উপজেলা নির্বাহী অফিসার শেখ হাফিজুর রহমান, রেক্টর আমির আহমেদ চৌধুরী রতন, প্রধান শিক্ষক শামসুল আলম, ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক এ.কে.এম গালিব খান, শিক্ষা অধিদপ্তরের ময়মনসিংহ অঞ্চলের উপ-পরিচালক প্রফেসর আজহারুল ইসলাম, প্রধান শিক্ষক মো: চান মিয়া, প্রধান শিক্ষক এটিএম বদরুদ্দৌলা ফরহাদ প্রমুখ।