| |

Ad

নৌকার বিজয় নিশ্চিত না করে ঘরে না ফেরার অঙ্গীকার নাসরিনের

আপডেটঃ 6:01 am | December 19, 2018

 

খোরশেদ আলম, শেরপুর থেকে;বিজয়ের মাসে নৌকার আরেকটি বিজয় নিশ্চিত না করে ঘরে না ফেরার অঙ্গীকার করেছেন নারী নেত্রী নাসরিন বেগম ফাতেমা। তিনি শেরপুর জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক। তিনি শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি গনসংযোগে মাঠ চষে বেড়া”েছন। কিš‘ দল তাকে মনোনয়ন দেয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শে নৌকার বিজয় নিশ্চিত করতে গন সংযোগে এখন তিনি মাঠে। গত সোমবার ঝিনাইগাতী উপজেলার ধানশাইল বাজারে ¯’ানীয় আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত ইঞ্জিনিয়ার একেএম ফজলুল হকের নৌকা প্রতীকের নির্বাচনী সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ অঙ্গীকার করেন। তিনি বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে বাঙালী জাতি এ দেশের স্বাধীনতা এনেছেন। এবারের নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দেশবাসী নৌকার বিজয় নিশ্চিত করবে উল্লেখ করে তিনি বলেন, ৩০ তারিখের নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত না করে তিনি ঘরে ফিরবেন না। তিনি ¯’ানীয় নেতাকর্মীসহ দেশবাসীকেও একই শপথ নেয়ার জন্য আহ্বান জানান। তিনি বলেন, বিজয়ের মাসে দেশবাসীর কাছে নৌকার বিজয় আরেকটি বিজয় অর্জন। ধানশাইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিনুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ার একেএম ফজলুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএমএ ওয়ারেজ নাইম প্রমুখ। এ সভায় দলীয় নেতাকর্মীসহ সহ¯্রাধিক সাধারন ভোটাররা উপ¯ি’ত ছিলেন।