| |

Ad

বিশ্ব মানবাধিকার দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে টাউন হল শহীদ মিনার সংলগ্ন মাঠে সমাবেশ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

আপডেটঃ 5:50 am | December 13, 2018

সালাহ উদ্দিন বেলালঃ গতকাল বিশ্ব মানবাধিকার দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে টাউন হল শহীদ মিনার সংলগ্ন মাঠে সমাবেশ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। অনুষ্ঠান উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ইকরামুল হক টিটু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড. আনিসুর রহমান খান। ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সভাপতি এড. আনিসুর রহমান খান। প্রধান আলোচক এড. মোয়াজ্জেম বাবুল সভাপতি বঙ্গবন্ধু পরিষদ ময়মনসিংহ জেলা শাখা। সভাপতিত্ব করেন লায়ন ড. মোঃ সিরাজুল ইসলাম বিশ্ব মানবাধিকার দিবস ২০১৮ এর উদযাপন কমিটির আহবায়ক। আরও উপস্থিত ছিলেন সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ফয়জুর রহমান ফকির, জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক নুরুল আমীন কালাম, কাজী আজাদ জাহান শামীম যুগ্ম সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ, নিয়ামুল কবির সজল কালের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি, তৃণমূল উন্নয়ন সংস্থার ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তাগণ বলেন বাংলাদেশে মানবাধিকার লংঘনের ঘটনা শুরু হয় ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে এবং বঙ্গবন্ধুর হত্যার বিচার করা যাবে না বলে কালো আইন জারি করে। আরও লংঘিত হয়েছে ২০১৪ প্রেট্রোল বোমা মেরে নিরীহ মানুষকে হত্যার মাধ্যমে। বর্তমানে নারী শিশুদের নির্যাতিত করে মানবাধিকার লংঘন করা হচ্ছে। মাদক সন্ত্রাসীরা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে মানবাধিকার লংঘন করছে। এই লক্ষে আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে জয়যুক্ত করতে হবে।