| |

Ad

ময়মনসিংহে ৬৪ হাজার করদাতা থেকে এখন ১লাখ ৫৫ হাজার করদাতা- কর কমিশনার

আপডেটঃ 5:46 am | December 01, 2018

মোশাররফ হোসেন খসরু॥ কর অঞ্চল ময়মনসিংহ-এর কর কমিশনার মোঃ আবুল মনসুর বলেছেন, সারদেশে ন্যায় ময়মনসিংহে আয়করদাতার সংখ্যা দিন দিন বাড়ছে। কর অঞ্চল অফিস হওয়ার আগে করদাতার সংখ্যা ছিল ৬৪ হাজার এখন বেড়ে দাঁড়িয়েছে ১লাখ ৫৫ হাজার করদাতা। যা দ্বিগুণের চেয়ে বেশী। মানুষের আয় বেড়েছে কর ভীতি কমেছে।
করদাতারা কর দিতে এসে যাতে হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। যার কর ফাঁকি দেয় তাদেরকেও চিহ্নিত করতে হয়। জাতীয় আয়কর দিবস উপলক্ষে ময়মনসিংহ কর অঞ্চলের কর কমিশনারের উদ্যোগে ময়মনসিংহ শহরের কর কমিশনারের কায্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। কর কমিশনার মোঃ আবুল মনসুর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত কর কমিশনার এস এম আবুল কালাম আজাদ, যুগ্ম কর কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ, সহকারী কর কমিশনার খন্দকার হাসানুল ইসলাম, সহকারী কর কমিশনার এসএম মেহেদী হাসান, ময়মনসিংহ দি ট্যাক্সেস বারের সভাপতি এড. সাদিক হোসেন, সর্বোচ্চ করদাতা মাহবুব রেজা করিম ও ডাঃ হরিশংকর দাশ এছাড়া কর কমিশনারের কর্মকর্তা ও ট্যাক্সেস বারের সদস্যবৃন্দ উপস্থি ছিলেন।