| |

Ad

নেত্রকোনায় নারী নির্যাতন, ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

আপডেটঃ 10:32 am | April 16, 2018

নেত্রকোনা প্রতিনিধি : ‘ধর্ষণের বিরুদ্ধে হউক প্রতিরোধ’ প্রতিপাদ্য বিষয় নিয়ে গতকাল বৃহস্পতিবার জেলা শহরের মোক্তারপাড়ায় নেত্রকোনা পৌরসভার সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বেসরকারি সংগঠন জনউদ্যোগ এ মানববন্ধনের আয়োজন করে। বেলা ১১ টা থেকে ঘন্টাব্যাপী মানববন্ধনে উদীচী শিল্পী গোষ্ঠী, প্রকৃতি বাঁচাও আন্দোলন, বিপ্লবী ওয়ার্কাস পার্টি, কৃষক সমিতি, জনউদ্যোগ, আরজেএফ, উন্মেষ উচ্চ বিদ্যালয় এবং মহিলা পরিষদসহ বিভিন্ন সংগঠন অংশ গ্রহন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- জেলা কৃষক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার আনিছুর রহমান, উদীচীর সভাপতি মোজাম্মেল হক বাচ্চু, সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক নীলম বিশ^াস রাতুল, নেত্রকোনা জেলা জলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, সাবেক সম্পাদক ম,কিবরিয়া চৌধুরী হেলিম, মহিলা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক তাহেজা বেগম এ্যানী, আরজেএফ জেলা শাখার সাধারণ সম্পাদক সুজাদুল ইসলাম ফারাস, সাংবাদিক আলপনা বেগম, জেলা বিপ্লবী ওয়ার্কাস পার্টির সভাপতি সজীব সরকার রতন প্রমুখ।