| |

Ad

সরকারি চাকুরীতে বিদ্যমান কোটা পদ্ধতির সংস্কারের দাবি

আপডেটঃ 10:51 am | April 12, 2018

ত্রিশাল প্রতিনিধি খ.ম শফিকুল হকঃ সরকারি চাকুরীতে বিদ্যমান কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাইপাস মোড়ে সমবেত হয়ে অবস্থান কর্মসূচি পালন এবং কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এসময় আন্দোলনকারীরা ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই’, ‘পিতা তুমি ফিরে এসো, বৈষম্য দূর করো’সহ নানা স্লোগান দেন। এই সময় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও আনন্দমোহন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্দোলনে অংশগ্রহণ করেন। এসময় পুলিশি বাধার সম্মুখে আন্দোলনকারীরা বাইপাস চত্তরে স্লোগান দিতে থাকে।এসময় আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, ‘যতক্ষণ পর্যন্ত কোটা সংস্কারের তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত না আসছে বা প্রজ্ঞাপন জারি না হচ্ছে, ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাব।’এ সময় বিশ্ববিদ্যালয়য়ের প্রক্টর প্রফেসর ড. জাহিদুল কবীর এসে ছাত্র ছাত্রীদের সাথে সমঝোতার চেষ্টা করেন এবং সকল শিক্ষার্থীদের আগামী মে মাসের ৭ তারিখ পর্যন্ত সকল ধরনের আন্দোলন থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানান।