| |

Ad

বাকৃবিতে ভেটেরিনারি অনুষদের ইন্টার্নশিপ সমাপনি অনুষ্ঠানে ভিসি পেশাগত দক্ষতা অর্জনের লক্ষ্যে কর্মক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতার প্রয়োগ করতে হবে

আপডেটঃ 6:49 am | April 11, 2018

স্টাফ রিপোর্টার : বাকৃবিতে ভেটেরিনারি অনুষদের ৫২তম ব্যাচের ইন্টার্নশিপ সমাপনি অনুষ্ঠান ২০১৭ ও ইন্টার্নদের সার্টিফিকেট বিতরণ গতকাল ১০ এপ্রিল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম অডিটরিয়ামের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলী আকবর। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি সমুজ্জ্বল করতে ছাত্র-ছাত্রীদের সততা, নিষ্ঠা এবং দক্ষতারসাথে কাজ করতে হবে। পেশাগত দক্ষতা অর্জনের লক্ষ্যে কর্মক্ষেত্রে তাদের বাস্তব অভিজ্ঞতার প্রয়োগ করতে হবে।ভেটেরিনারি অনুষরদের ডীন প্রফেসর ড. প্রিয় মোহন দাস এর সভাপতিত্বে ইন্টার্নশিপ সমাপনি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেনেটা এর হেড অব মার্কেটিং ডা. বিশ্বজিৎ রায়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. এ.এস মাহফুজুল বারি। অনুষ্ঠানে ইন্টার্ণবৃন্দ ও আমন্ত্রিত অতিথিগণ অংশ গ্রহণ করেন।