| |

Ad

ভালুকা থেকে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত প্রতারক চক্রের সদস্যকে আটক করেছে র‌্যাব-১৪

আপডেটঃ 6:39 am | April 10, 2018

সিপিএসসি, র‌্যাব-১৪ ময়মনসিংহ সামাজিক যোগাযোগ মাধ্যম তদারকী কওে প্রশ্নপত্র ফাঁস চক্রের একটি দলকে সনাক্ত করতে সক্ষম হয়। পরবর্তীতে তথ্য ও প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান সনাক্ত করে র‌্যাব-১৪, সিপিএসসি ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি গৌতম দেব এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকায় আভিযানিক কার্যক্রম পরিচালনা কওে ০৮/০৪/২০১৮ ইং তারিখ রাত ২০৪০ ঘটিকার সময় হবির বাড়ী ইউপিস্থ লবনকোঠা নামক স্থান হতে প্রশ্নপত্র ফাঁস সংক্রাš Íপ্রতারক চক্রের সক্রিয় সদস্য মোঃ রনি ঢালী (১৭), পিতা-মোঃআব্দুস খালেক ঢালী, সাং-লবনকোঠা, হবিরবাড়ী, থানাঃ ভালুকা, জেলাঃ ময়মনসিংহকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির কাছ থেকে ০৩টি সীমকার্ডসহ ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসা বাদে রনি ঢালী প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত প্রতারক চক্রের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। পরবর্তীতে তার কাছে প্রাপ্ত তথ্যেও ভিত্তিতে জানাযায় যে, ইতিপূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন এ্যাপস্ ব্যবহার করে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসেও উক্ত চক্রটি কাজ করেছিল। আসন্ন এইচএসসি পরীক্ষাকে পুঁজিকরে ও প্রশ্নপত্র ফাঁস সংক্রাক্রন্ত প্রতারক চক্রটি বিভিন্ন ধরনের প্রতারণা মূলক কার্য ক্রমে লিপ্ত ছিল। চক্রের বাকি সদস্যকে অবিলম্বে গ্রেফতারের জন্য র‌্যাবের আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন -২০০৬সালের ৫৭(২)/৫৬(২)ধারা মোতাবেক ময়মনসিংহ জেলার ভালুকা থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি