| |

Ad

সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ওলামায়েদের করনীয় শীর্ষক আলোচনা সভায় অধ্যক্ষ মতিউর রহমান

আপডেটঃ 5:28 am | April 09, 2018

স্টাফ রিপোর্টার : সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ওলামায়েদের করনীয় শীর্ষক আলোচনা সভা ও প্রশিক্ষণ ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহ জেলা কার্যালয়ের উদ্যোগে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি.এম. সালেহ উদ্দিনের সভাপতিত্বে গত ৮ এপ্রিল এড তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব মো: আনিসুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, ময়মনসিংহ রেঞ্জ অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূইয়া, ময়মনসিংহ পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম (বিপিএমপিপিএম), ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো: মহিউদ্দিন চৌধুরী, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল হক খোকা, ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম প্রমুখ। অনুষ্ঠানে ময়মনসিংহ ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের সকল কর্মকর্তা সহ ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন মসজিদের ইমাম ও ওলামায়ে ক্বেরামগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।