| |

Ad

সূর্যদয় মডেল কেজি স্কুল এন্ড কোচিং সেন্টারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এইচ.এম. ফারুক

আপডেটঃ 6:44 am | March 30, 2018

শহর সংবাদদাতা : গত ২৫ মার্চ ২০১৮ সকাল ১১ টায় ময়মনসিংহ সদরাঞ্চলের চর জনপদ চর ভবানীপুর নিধু মড়ল বাড়ী সংলগ্ন সূর্যদয় মডেল কেজি এন্ড কোচিং সেন্টারের ক্ষুদে শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের চরাঞ্চলের কৃতি সন্তান, ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ব্রহ্মপুত্রের বরপুত্র, তরুণ জননেতা এইচ.এম. ফারুক। যে মাটির পাটের গন্ধ ও মানুষের ভালোবাসায় আর্শিবাদপূর্ণ এইচ.এম ফারুক তার আগমনে শত শত মটর সাইকেল নিয়ে আমন্ত্রিত অতিথিকে বরণ করে নেয় সে মাটিতে বসবাসকৃত চরাঞ্চলের আওয়ামীলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ। তাদের ধ্বনিতে ধ্বনিতে উচ্চারিত হয় ফারুক ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। চরভবানীপুর সূর্যদয় মডেল কেজি স্কুল এন্ড কোচিং সেন্টারের পরিচালক ও আয়োজকবৃন্দের আমন্ত্রনে অত্র বিদ্যাপীঠের ক্ষুদে শিক্ষার্থীরা এইচ.এম ফারুককে ফুলে ফুলে প্রথম পর্বে সংবর্ধিত করেন। ফুলেল সংবর্ধনার পর এইচ.এম ফারুক সূর্যদয় মডেল কেজি স্কুলে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অভিভাবকদের অবহিত করে বলেন আজকের শিশুরাই বাংলাদেশের ভবিষ্যৎ। উজ্জ্বল সম্ভাবনার আলোকিত মুখ। তিনি বলেন স্বাধীন সার্বভৌমত্বপূর্ণ বাংলাদেশের রূপকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার নেতৃত্বে বাংলাদেশের আপমর মুক্তিজনতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তাদের মাঝে বাংলাদেশের সৃষ্টির ইতিহাস উপস্থাপন করতে হবে। দেশের মুক্তিযুদ্ধের প্রতিচিত্র উপস্থাপন করতে হবে। মানুষের মত মানুষ হওয়ার জন্য এই ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে অভিভাবকবৃন্দের সর্বোপরি ভূমিকা রাখতে হবে। এই চরাঞ্চলের শিক্ষার্থীরাই ভবিষ্যৎ বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করবে এবং দেশ পরিচালনায় ভূমিকা রাখবে। আপনারা আপনাদের সন্তানদের পড়াশুনার পাশাপাশি খেলাধূলায় আগ্রহী করে তুলুন। তিনি আরো বলেন পরিচ্ছন্ন সমাজ গড়ার হাতিয়ার হিসেবে আপনাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে হলে পরিকল্পিত চেতনাকে মেলে ধরতে হবে। বাংলাদেশ বিশ্ব নেতাদের কাছে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি বলেন দেশের অসমাপ্ত কাজকে সমাপ্ত করার লক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে আপনারা আরেকটি বার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার সরকারকে নির্বাচিত করুন। তাই দেশের উন্নয়নে আওয়ামীলীগের বিকল্পে কোন কিছুই ভাবা যায়না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। পরে তিনি ক্ষুদে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন। অত্র স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালক কাইয়্যুম এর সঞ্চালনায় শিক্ষকবৃন্দের উপস্থিতিতে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা শামীম খোকন, শান্ত কর্মকার, রাজিব সরকার সহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।