| |

Ad

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজে মিলাদ ও দোয়া মাহফিল

আপডেটঃ 7:16 am | March 25, 2018

শহর সংবাদদাতা : গত ২৪ মার্চ সকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠান কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ ড. এ.কে.এম আব্দুর রফিক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন দূর্নীতি মুক্ত, মাদক মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। তোমাদেরকে ভালো ফলাফলের মাধ্যমে এগিয়ে যেতে হবে, সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে হবে, চরিত্রবান হতে হবে, ছাত্রদের মূল উদ্দেশ্য পড়াশুনা করা, পড়াশুনা করে জীবনের উন্নতি করতে হবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক মো: এনায়েতুর রহমান, গভর্ণিং বডির মেম্বার এ.কে.এম দেলোয়ার হোসেন মুকুল, শরীফ মোহাম্মদ গোলাম কবির, প্রভাষক মফিজুন নূর খোকা। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহকারী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।