| |

Ad

ময়মনসিংহে ডিসি’র প্রেস ব্রিফিং উন্নত দেশ গড়ে তুলতে কঠোর পরিশ্রম করে যাব

আপডেটঃ 6:11 am | March 21, 2018

স্টাফ রিপোর্টার :- স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তোরনের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উপলক্ষ্যে সাফল্যের পটভূমি বার্তা কর্মসূচী জনসাধারণকে অবিহিতকরণের লক্ষ্যে গণমাধ্যম কর্মীদের নিয়ে এক সাংবাদিক প্রেস ব্রিফিং গতকাল মঙ্গলবার ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস। আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মহসীন উদ্দিন, জেলা তথ্য অফিসার শামছুল আলম। এছাড়া পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উক্ত প্রেস ব্রিফিং এ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রায় ৭০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। এ উপলক্ষ্যে ৭ দিন ব্যাপী রাষ্ট্রীয় নীতিমালা অনুযায়ী জেলা প্রশাসনের পক্ষে কর্মসূচী ঘোষণা করা হয়। সভাপতির ভাষণে জেলা প্রশাসক বলেন, আমরা চ্যাম্পিয়ন অব দি আর্থ, বিশ্বনেত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে সকল সাফল্য অর্জন করতে দেশকে উন্নততর, সমৃদ্ধ, জাতির জনকের সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে কঠোর পরিশ্রম করে যাবো। সভায় সাংবাদিক নের্তৃবৃন্দ বক্তব্য রাখেন।