| |

Ad

ময়মনসিংহ পুলিশ লাইনে বঙ্গবন্ধুর জন্মদিনে আবৃতি বক্তৃতা ও চিত্রাংকন প্রতিযোগিতা

আপডেটঃ 6:24 am | March 19, 2018

স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিবস উপলক্ষে ময়মনসিংহ পুলিশ লাইনে জেলা পুলিশ কর্তৃক বিশাল এক কেক কাটার আয়োজন করা হয়। পরে আলোচনা সভা, কবিতা আবৃতি, উপস্থিত বক্তৃতা, এবং চিত্রাংকন প্রতিযোগিতা অনুস্টিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি রেঞ্জ ডিআইজি জনাব নিবাস চন্দ্র মাঝি বলেছেন জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। বাংলাদেশ সৃষ্টি না হলে আমরাও এ পর্যায়ে আসতে পারতাম না। তাই আমরা জাতি হিসেবে বঙ্গবন্ধু কাছে ঋণি। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের মাধ্যমে এই ঋণ শোধ করতে হবে।ময়মনসিংহ পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলামের অনুষ্ঠানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি অতিরিক্ত ডিআইজি ড.আক্কাছ উদ্দিন ভূঁঞা। পুলিশ লাইন প্রাথমিক বিদ্যালয় ও পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদেও মাঝে কবিতা আবৃতি, উপস্থিত বক্তৃতা, এবং চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি, বিশেষ অতিথি পুরস্কার তুলে দেন।