| |

Ad

তারাকান্দায় স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) দ্বি-বার্ষিক সম্মেলন চানঁ মিঞা সভাপতি, মজিবর সাধারণ সম্পাদক

আপডেটঃ 5:33 am | March 13, 2018

রফিক বিশ্বাস/অজয় চক্রবর্তীঃস্বাধীনতা শিক্ষক পরিষদ(স্বাশিপ) ময়মনসিংহের তারাকান্দা উপজেলা শাখাা দ্বি-বার্ষিক সম্মেলন গতকাল সোমবার স্থানীয় রেসিন্ডেসিয়াল মডেল স্কুল হল রুমে অধ্যক্ষ মোঃ চানঁ মিঞা এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন,ময়মনসিংহ জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদ( স্বাশিপ)এর আহবায়ক অধ্যক্ষ মোঃ সামছুল বারী, বিশেষ অতিথি ছিলেন যুগ্ন আহবায়ক অধ্যক্ষ মোঃ জামাল উদ্দিন ও জেলা আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক মনিরুজ্জামান। মোঃ মজিবর রহমান এর উপস্থাপনায় সম্মেলনে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,মোঃ মিজানূর রহমান , সায়ের আলমগীর সরকার টুটুল, মোঃ সিরাজুল ইসলাম,হারুন অর রশিদ প্রমুখ। ২য় পর্বে ময়মনসিংহ জেলা স্বাশিপ এর আহবায়ক অধ্যক্ষ মোঃ সামছুল বারী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে সর্ব সম্মতি ক্রমে অধ্যক্ষ মোঃ চানঁ মিঞাকে সভাপতি ও মোঃ মজিবর রহমানকে সাধারণ সম্পাদক ঘোষনা করা হয়।