| |

Ad

শাওন হত্যার বিচার দাবীতে বিক্ষোভ মিছিল

আপডেটঃ 5:23 am | March 13, 2018

শহর সংবাদদাতা: ময়মনসিংহে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশফাক আল রাফী শাওন গত ৮মার্চ দুপুরে রাজধানীর ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার মৃত্যুতে সর্বত্রই নেমে আসে শোকের ছায়া।মৃত্যুকে ঘিরে চলছে নানা গুঞ্জন ও সমালোচনা।গত সোমবার ১২ মার্চ দুপুর অনুমান ১২টায় প্রেসক্লাবের সামনে জেলা ছত্রলীগের ব্যানারে হত্যার বিচার দাবি করে একটি বিহ্মোভ মিছিল বের হয়। হত্যাকারী যত শক্তি শালীই হোক না কেন তাদের বিচারের আওতায় আনার জোর দাবী জানানো হয় ।কে বা কারা এবং কি কারনে, কিভাবে শাওন গুলিবিদ্ধ হলেন তা নিয়ে কিছুই জানা যায়নি।