| |

Ad

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ত্রিশালে ৪হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান

আপডেটঃ 8:37 am | March 12, 2018

ত্রিশাল(ময়মনসিংহ) প্রতিনিধি:ময়মনসিংহের ত্রিশালের মোক্ষপুর ইউনিয়নে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের অর্থায়নে ও উদ্যোগে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৪ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও তাদের মাঝে ওষুধ প্রদান করা হয়েছে।মোক্ষপুর ইউনিয়নের কোনাবাখাইল পেচপাড়া উম্মে কুলসুম রওশন জাহান হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে শনিবার দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নুর মোহাম্মদ। এ সময় উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিকুল আলম, ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মেদ, ডিএমডি সাইফুদ্দিন আহমেদ, যমুনা ব্যাংক ঢাকা উত্তরা শাখার ব্যবস্থাপক শহিদুল্লাহ, ইউপি চেয়ারম্যান আবুল কালাম, কোনাবাখাইল ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল মতিন প্রমূখ। উপজেলার প্রত্যন্ত অঞ্চলের কোনাবাখাইল গ্রামের ওই মাদ্রাসা প্রাঙ্গনের ফ্রি মেডিকেল ক্যাম্পে নারী, শিশু ও বৃদ্ধাসহ হাজার হাজার মানুষ বিনামূল্যে চক্ষু, গাইনি, ডায়াবেটিস ও বিভিন্ন রোগের চিকিৎসা ও ওষুধ নেয়ার জন্য ভীড় করে। আয়োজকরা জানান, চার হাজার রোগীর মধ্যে ৪৪২ জন গুরুতর রোগিকে অপারেশনের জন্য বাছাই করা হয়।চিকিৎসা নিতে আসা আবদুল হাই মাস্টার জানান, উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দুরে মোক্ষপুর ইউনিয়নটি। এই ইউনিয়নে একটি উপ-স্বাস্থ্য কেন্দ্র থাকলেও চিকিৎসক নিয়মিত না যাওয়ায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত ইউনিয়নবাসি। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণের ফলে এলাকাবাসি খুবই উপকৃত হয়েছে।