| |

Ad

লোটাস পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মেয়র টিটু

আপডেটঃ 8:29 am | March 12, 2018

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ আকুয়া ফিরোজ লাইব্রেরী মোড়ে লোটাস পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা , পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও জাদু প্রদর্শনী অনুষ্ঠানে গতকাল দুপুর ১২ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ পৌরসভার পৌর মেয়র ইকরামুল হক টিটু। প্রধান অতিথি বক্তব্যে বলেন খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা, শরীর স্বাস্থ্যেকে প্রফুল্ল রাখে। তিনি আরো বলেন আগামী দিনের ভবিষ্যৎ আজকের শিশুরাই দেশ গঠনে সহায়ক ভূমিকা রাখবে। সন্তানের অভিভাবকদের প্রতি বলেন আপনার সন্তানের প্রতি নজর রাখুন। মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস ছড়িয়ে পড়ছে সেদিকে আপনার সন্তান কোথায় যায় সেইদিকে নজর রাখুন। দেশপ্রেম, ধর্মীয় মূল্যবোধ একজন সু-শিক্ষিত নাগরিক হলে দেশপ্রেমের প্রতি তাদের নজর থাকবে এবং আগামীতে এরাই রাষ্ট্র পরিচালনা করবে। প্রধান অতিথি বক্তব্যে শেষে উপস্থিত ছিলেন লোটাস পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মো: মাসুম ইসলাম, জজ কোর্ট ময়মনসিংহের এপিপি হাবিবুর রহমান, লায়ন্স ক্লাবের গভর্ণর মো: মিজানুর রহমান, ময়মনসিংহ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাহিদা পারভীন, লায়ন ক্লাবের পরিচালন লায়ন ইঞ্জি: মো: আজিজুর রহমান আকন্দ, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আনোয়ারুল হক বাদল, লোটাস পাবলিক স্কুলের পরিচালক নাছিমা খাতুন, মাসুদা ইসলাম, শামিমা সুলতানা, মাকসুদা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোটাস পাবলিক স্কুলের চেয়ারম্যান মো: মিজানুর রহমান মিজান। প্রধান অতিথি বক্তব্যে শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রথম অধিবেশন শেষে বিদ্যালয় মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান ও জাদু প্রদর্শন করা হয়।