| |

Ad

তাতীলীগ বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান

আপডেটঃ 8:23 am | March 12, 2018

স্টাফ রিপোর্টার \ তাতীলীগ বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন, আওয়ামীলীগকে শক্তিশালী করার জন্য বঙ্গবন্ধু তাতীলীগ গঠন করেছিল, আমার সারা জীবনের রাজনীতিতে জালিয়াতী নেই, আমি আওয়ামীলীগের রাজনীতি করি, শাওন হত্যার বিচার করতে হবে, এই বিচার না হলে আইনের শাসন প্রতিষ্ঠিত হবেনা, খুনী যতই শক্তিশালী হোক, আইনের হাত আরো লম্বা, আগামী নির্বাচনে তাতীলীগকে আরো সুসংগঠিত করতে হবে। ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান গত ১০ মার্চ রাত ৯ টায় মিন্টু কলেজ রেলক্রসিং সংলগ্ন ময়মনসিংহ জেলা ও মহানগর তাতীলীগ কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ সংরক্ষিত মহিলা আসনের এমপি ফাতেমা জহুরা রানী, আওয়ামীলীগ নেতা গোলাম ফেরদৌস জিল্লু, জেলা তাতীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, মহানগর তাতীলীগের সিনিয়র সহ সভাপতি মো: শহীদুল ইসলাম, মহনগরের যুগ্ম সাধারণ সম্পাদক মো: ইকবাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর তাতীলীগের সভাপতি আনিসুজ্জামান এলিছ।