| |

Ad

বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে ময়মনসিংহ মহানগর বিএনপি’র মানব বন্ধন

আপডেটঃ 5:50 am | March 07, 2018

বিএনপি’র চেয়ার পারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ময়মনসিংহ মহানগর বিএনপি’র উদ্যোগে শহরের গাঙ্গীনারপাড়ে মানব বন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
উক্ত মানব বন্ধনে উপস্থিত ছিলেন ময়মনসিংহ নগর বিএনপি’র সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহŸায়ক সালাউদ্দিন তিতু, জেলা বিএনপি’র কোষাধ্যক্ষ রতন আকন্দ, ময়মনসিংহ দঃ জেলা যুবদলের সভাপতি শামীম আজাদ, দঃ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহিদুল আমিন খসরু, জেলা বিএনপি নেতা ওহিদুল ইসলাম শাকিল, টুটুল ওয়াহিদ, নগর কৃষকদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মনু, ময়মনসিংহ দঃ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল হক টুটু, সিনিয়র যুগ্ম- সাধারণ সম্পাদক রিয়াজুল কবির মোঃ মামুন, সহ-সাধারণ সম্পাদক ফরহাদ আলী, কোতোয়ালী যুবদলের আহŸায়ক শহিদুল ইসলাম শহিদ, কোতোয়ালী স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক ফরহাদ হোসেন সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল সহ বিএনপি’র বিভিন্ন অঙ্গঁ ও সহযোগী সংগঠনের উল্লেখযোগ্য সংখ্যক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা মিথ্যা ও বানোয়াট মামলায় সাজানো রায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দেয়া রায় বাতিল করে অবিলম্বে তার মুক্তি দাবী করেন। অন্যথায় জোরদার আন্দোলনের মাধ্যমে দেশনেত্রীকে মুক্ত করে আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।