| |

Ad

ময়মনসিংহ বিভাগে শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা ২০১৮ অনুষ্ঠিত

আপডেটঃ 5:45 am | March 07, 2018

শহর সংবাদদাতা : গত ৬ মার্চ ময়মনসিংহ টাউন হল প্রাঙ্গনে ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে বিভাগীয় পর্যায়ে শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা ২০১৮ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি.এম. সালেহ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোজাম্মেল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বেলায়েত হোসেন, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল, ময়মনসিংহ জেলা শিক্ষা অফিসার মো: রফিকুল ইসলাম প্রমুখ। উক্ত অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগের চারটি জেলা ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। উক্ত অনুষ্ঠানে তিনটি পর্যায়ে ময়মনসিংহ জেলা বিজয়ী হয়।