| |

Ad

কেন্দুয়ায় বিদ্যুতের খুঁটি ঘিরে বিল্ডিং নির্মাণ ঝুঁকিতে এলাকাবাসী

আপডেটঃ 5:28 am | March 01, 2018

দুলাল, কেন্দুয়া প্রতিনিধি : নেত্রকোনা কেন্দুয়া সদরে সাজিউড়া সড়কের পাশে একটি বিদ্যুতের খুঁটি ঘিরে বিল্ডিং নির্মাণ করায় ট্রান্সফরমারসহ বিদ্যুতের খুঁটিটি ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। এতে যেকোন সময় ট্রান্সফরমারে আগুন ধরাসহ খুঁটিটি ভেঙ্গে পড়ে মারাত্বক দূর্ঘটনা ঘটার আশংকা করছেন বাসিন্দারা ও পল্লী বিদ্যুতের লোকজন। বুধবার দুপুরে খোঁজ নিয়ে জানা গেছে, জালালপুর গ্রামের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবুল কাশেম সাজিউড়া সড়কের পাশে বাসা নির্মানের সময় নিজস্ব অর্থে বিদ্যুতের খুঁটি স্থাপন করেন। পরে এ খুঁটিতে পল্লী বিদ্যুৎ একটি ট্রান্সফরমার স্থাপন করে বিদ্যুৎ সঞ্চলন করেন। পরবর্তীতে বাসার মালিক আবুল কাশেম তার সামনের জায়গায় বিদ্যুতের খুঁটিটি ঘিরে দু’তালা বিল্ডিং ও দোকান ঘর নির্মান করে ভাড়া দেন। উক্ত খুঁটি ও ট্রান্সফরমারটির জন্যে পার্শ্ববর্তীরা আতংকে আছেন বলে তারা জানান। এ ব্যাপারে দু’তালা বিল্ডিং এর মালিক আবুল কাশেমকে একাধিকবার মুঠোফোনে চেষ্টা করেও ফোন না ধরায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ সমিতির ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম জানান, আমাদের অনুমতি ছাড়াই খুঁটিটি স্থাপন করেছেন। ট্রান্সফরমারটি সরানোর জন্য ২৫ জানুয়ারি লিখিত আবেদন পেয়ে ২৮ ফেব্রুয়ারি পরিদর্শন করেছি। খুঁটি এবং ট্রান্সফরমারটি যে অবস্থায় আছে তাতে যেকোন সময় আগুন ধরে দোকান ও বাসাবাড়ীর ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।