| |

Ad

নৌকার বিজয় ছিনিয়ে আনতে মহিলা নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান

আপডেটঃ 5:12 am | February 28, 2018

স্টাফ রিপোর্টার : দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকার বিজয় ছিনিয়ে আনতে মহিলা আওয়ামীলীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও ময়মনসিংহ মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোছাঃ ফাতেমা জহুরা রানী এমপি। মঙ্গলবার(২৭ফেব্রæয়ারি) দুপুরে মহিলা আওয়ামীলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান।তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি যাকেই নৌকা প্রতীক দেবেন তাকে বিজয়ী করা আমাদের নৈতিক কর্তব্য। এই প্রশ্নে কোন দ্বিমত থাকার অবকাশ নেই।প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি নুরজাহান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগ সভাপতি এহতেশামুল আলম,আওয়ামীলীগ নেতা ও আমোকসুর সাবেক ভিপি অধ্যাপক গোলাম ফেরদৌস জিল্লু,মহিলা আওয়ামীলীগ নেএী জিন্নাত রেহানা,শাহানা রহমান,কাজী লতিফা ডলি,আসমা বেগম প্রমুখ।আলোচনা সভা শেষে নেতাকর্মীদের নিয়ে ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেককেটে ও বর্ণাঢ্য আনন্দ শোভাযাএা নগরীর প্রধান সড়ক পদক্ষিণ করে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে মহিলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা বলেন,দলীয় আদর্শিক ঐক্যকে সুদৃঢ় করতে হবে। দলে প্রতিযোগিতা ও প্রতি›িদ্বতা থাকবে। এটাই গণতন্ত্র। কিন্তু সেই প্রতিযোগিতা যেন শিষ্টাচার বহির্ভূত না হয়। অতিথিবৃন্দরা বলেন,ময়মনসিংহের জেলা ও নগরীতে সাংগঠনিকভাবে মহিলা আওয়ামী লীগ সুদৃঢ় ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। আগামী নির্বাচনে নৌকার বিজয় ছিনিয়ে আনতে সকলকে প্রস্তুত ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।