| |

Ad

জিলা স্কুলে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা

আপডেটঃ 5:26 am | February 26, 2018

শহর প্রতিনিধি : বর্তমান সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে বিজ্ঞান অনুরাগ ও বিজ্ঞান সচেতনতা সৃষ্টি এবং শিশু, কিশোর ও তরুণদের উদ্ভাবনী শীক্ত বিকাশে উৎসাহ সৃষ্টির লক্ষ্যে মামনীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীণ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি পরিষদ (এনসিএসটি) এর সিদ্ধান্ত অনুযায়ী দেশব্যাপী উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে ৩৯ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা উদযাপনের অংশ হিসেবে “মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসন কর্তৃক ময়মনসিংহ জিলা স্কুল প্রাঙ্গনে দুইদিন ব্যাপী “৩৯ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৩৯ তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড” এর আয়োজন করা হয়। গত ২৫ ফেব্রæয়ারী রবিবার সকাল ১০ টায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে ময়মনসিংহ জিলা স্কুল প্রাঙ্গনে বিজ্ঞান মেলা ২০১৮ এর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ জেলা প্রশাসক মো: খলিলুর রহমান। এ সময় ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমদ, ময়মনসিংহ জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: শফিউল্লাহ, বিদ্যাময়ী স্কুলের প্রধান শিক্ষক নাছিমা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধন এবং আলোচনা অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ জিলা স্কুল প্রাঙ্গনে আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে বিজ্ঞান মেলার স্টল পরিদর্শন করেন। আজ সোমবার বিকাল সাড়ে ৩ টায় আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ মো: বেলায়েত হোসেন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।