| |

Ad

সরিষাবাড়ীতে আ’লীগের মত বিনিময় সভা

আপডেটঃ 5:29 am | February 25, 2018

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিক কে বিজয়ী করার লক্ষে আ’লীগের মত বিনিময় সভা হয়েছে। শুক্রবার রাতে পোগলদিঘা ইউনিয়নের গোবিন্দপটল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৭ নং ওয়ার্ড আ’লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্দ্যেগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন সভাপতিত্ব করেন। এতে জেলা আ’লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ ডাঃ মুরাদ হাসান মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। প্রধান অতিথি মতবিনিময় সভায় বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন ও বিএনপি’র অস্থিতিশীল কর্মকান্ডের সমালোচনা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিককে ভোট দিয়ে বিজয়ী করার আহব্বান জানান। এতে বক্তব্য রাখেন-বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক,মহাদান ইউনিয়ন আলীগের সভাপতি আজমত আলী,উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম, সরিষাবাড়ী অনার্স কলেজের জিএস মাহমুদুল হাসান দুখু, সাবেক ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আব্দুর রউফ বাচ্চু, যুবলীগের আজমত আলী, জেলা ছাত্রলীগের সদস্য মোঃ আসাদুজ্জামান প্রমুখ। মতবিনিময় সভা পরিচালনা করেন সাবেক উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ আহাম্মেদ।