| |

Ad

ঝিনাইগাতীতে মহারশি নদী ভাঙ্গনে হুমকির মুখে ৪ গ্রামের মানুষ

আপডেটঃ 6:21 am | February 24, 2018

শেরপুর প্রতিনিধি: ঝিনাইগাতী উপজেলার দিঘিরপাড় মহারশি নদী ভাঙ্গনে হুমকির মুখে রয়েছে ৪ গ্রামের মানুষ। গত বছর মহারশি নদীতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে দিঘিরপাড় বন্যা নিয়ন্ত্রণ বাধ ও রাস্তাটি ভেঙ্গে যায়। বাধটি ভেঙ্গে ফাযিল মাদ্রাসা বাউন্ডারী ওয়ালের সাথে এসে ঠেক লাগে। গত ১ বছরেও এর কোন ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে ভাঙ্গন কবলিত এলাকার পাশে বসবাসকারী রামনগর, চতল, আহমদনগর ও দিঘিরপাড় ৪টি গ্রামের ৫শতাধিক পরিবারের প্রায় ৫ হাজার মানুষ আতঙ্কে রয়েছে। এছাড়া সিনিয়র মাদ্রাসাটিসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান হুমকির সম্মুখিন হয়ে পড়েছে। উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভাঙ্গা বাধটি সংস্কারের ব্যাপারে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় কয়েক দফায় আলোচনাও হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসকের পক্ষ থেকে প্রকল্প প্রনয়ণ করে দাখিল করতে উপজেলা প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে তা সংস্কারের উদ্যোগ নেয়া হবে বলে জানান। দিঘিরপাড় গ্রামের সাবেক ইউপি সদস্য বারেক মিয়া, মাদ্রাসা সুপার সুলতান মাহমুদ খসরুসহ গ্রামবাসীরা ভাঙ্গাবাধটি সংস্কারের ব্যবস্থা করে শিক্ষা প্রতিষ্ঠানসহ গ্রামবাসীদের আতঙ্ক থেকে রক্ষা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন।