| |

Ad

গৌরীপুরে শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা

আপডেটঃ 5:50 am | February 18, 2018

শামীম খান,গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশন উপজেলা পর্যায়ে আন্তঃ ইউনিয়ন প্রতিযোগিতা শনিবার (১৭ ফেব্রæয়ারি) স্থানীয় আর.কে সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তার আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। মর্জিনা আক্তার জানান জাতীয় সংগীত চর্চাকে অনুপ্রাণিত করার লক্ষ্যে এ উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও কলেজের শিক্ষার্থীদের দলগত অংশগ্রহনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মোট ২৫০ জন শিক্ষার্থী উক্ত প্রতিযোগিতায় অংশ গ্রহন করেছে। নামাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহানের সঞ্চালনায় এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল আলম, প্রাথমিক শিক্ষা অফিসার জুয়েল আশরাফ, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ম. নুরুল ইসলাম, গৌরীপুর আর.কে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবানী সাহা, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামূল হক সরকার প্রমুখ।