| |

Ad

ময়মনসিংহ পৌরসভার কেওয়াটখালী ও গুলকিবাড়ী রোডের জলাবদ্ধতা নিরসন উন্নয়ন কাজের উদ্বোধন।

আপডেটঃ 3:34 am | November 13, 2017

স্টাফ রিপোর্টার : শেখ হাসিনার নির্দেশ, জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ গড়ার লক্ষ্যে গতকাল ১২ নভেম্বর বিকাল ৪ টায় ময়মনসিংহ পৌরসভার ২০ নং ওয়ার্ডের কেওয়াটখালী পিডিবি মোড় হইতে সুইপার কলোনী পর্যন্ত জলবায়ু পরিবর্তন জনিত প্রভাব মোকাবেলার জন্য ময়মনসিংহ পৌর এলাকার জলাবদ্ধতা নিরসন ও নিষ্কাষন ব্যবস্থার উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়। জলাবদ্ধতা নিরসন ও নিষ্কাষন ব্যবস্থার উন্নয়ন কাজের উদ্বোধন করেন ময়মনসিংহ পৌরসভার মেয়র মো: ইকরামুল হক টিটু। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ পৌরসভার প্যানেল মেয়র-৩, ইসমত আরা বানু, ময়মনসিংহ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো: রফিকুল ইসলাম মিয়া, সহকারী প্রকৌশলী এস.এম গোলাম মোস্তফা, উপ-সহকারী প্রকৌশলী মো: জসিম উদ্দিন, আওয়ামীল নেতা সুরুজ ও ময়মনসিংহ মহানগর যুবলীগের সদস্য শেখ মো: আল আমিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা এ সময় উপস্থিত ছিলেন। পরে বাদ আছর ময়মনসিংহ পৌরসভার ৫ নং ওয়ার্ডের সানকিপাড়া রোড হইতে কলেজ রোড ভায়া গুলকীবাড়ী রোডের জলাবদ্ধতা নিরসন ও নিষ্কাষন ব্যবস্থার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।