| |

Ad

কর্মচারী কল্যাণ বোর্ড ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়ানুষ্ঠানে জনপ্রশাসন সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খান

আপডেটঃ 5:24 am | February 17, 2018

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড ময়মনসিংহ বিভাগীয় ২ ক্রীড়া প্রতিযোগিতা -২০১৮ এর উদ্বোধন ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোজাম্মেল হক খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ড. মোঃ মোজাম্মেল হক খান সহধর্মিনী সুলতানা রাজিয়া। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি.এম সালেহ উদ্দিনের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার সহধর্মিনী আয়েশা নার্গিছ, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, অতিরিক্ত কমিশনার মোঃ মোজাম্মেল হক, অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূঁঞা, ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান (যুগ্ম-সচিব), নেত্রকোণা জেলা প্রশাসক ড. মোঃ মুশফিকুর রহমান (যুগ্ম-সচিব), জামালপুর জেলা প্রশাসক আহমেদ কবীর ও শেরপুর জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, র‌্যাব-১৪ অধিনায়ক লে. কর্ণেল শরীফুল ইসলাম, ময়মনসিংহ পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ পৌর মেয়র ইকরামূল হক টিটু, স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোঃ আব্দুল আলীম ও উপ-পরিচালক মোঃ হারুন আর রশীদ, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল প্রমূখ।কর্মচারী কল্যাণ বোর্ড ময়মনসিংহ বিভাগীয় ২ ক্রীড়া প্রতিযোগিতায় ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণার জেলার সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের তিন শতাধিক সন্তান প্রতিযোগী ৩১টি ইভেন্টে ক্রীড়া প্রতিয়োগিতায় অংশ গ্রহন করেন।