| |

Ad

ঈশ্বরগঞ্জে নবনির্মিত স্কুলভবন ও বিদ্যুৎ সংযোগের উদ্বোধন

আপডেটঃ 9:53 am | November 12, 2017

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: ঈশ্বরগঞ্জে নবনির্মিত স্কুলভবন ও বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে । বিদ্যুৎ সংযোগ পেল ৭ গ্রামের ৩শ ১৭টি পরিবার। গতকাল শনিবার সৈয়দভাকুরী রেজা -ই করিম ও বারইকান্দা মুক্তিযোদ্ধা হেমেন্দ্র চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত স্কুল ভবনের উদ্বোধন শেষে আঠারবাড়ি ইউনিয়নের সুন্দাইলপাড়া,গাড়াইল,দশাশিয়া,রায়পুর, চারআশিয়া,শ্রীদেবপুর ও বাগড়া সহ ৭ গ্রামের ৩শ ১৭ পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন সংসদ সদস্য ফখরুল ইমাম । পরে সুন্দাইলপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে জনসভায় অন্যান্যের উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সিনিয়ির সহ-সভাপতি নূরুল ইসলাম খান সুরুজ, আব্দুল আলী ফকির, আব্দুল মোতালেব ভূঞা ও সাধারণ সম্পাদক আব্দুল হাদী, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সিমিতি-৩ এর সভাপতি আবুল কালাম সরকার, সিনিয়র জেনারেল ম্যানেজার যুবরাজ চন্দ্র পাল,ঈশ্বরগঞ্জ সাব-জোনাল অফিসের এজিএম গোলজার হোসেন,ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) গোলাম মাওলা প্রমূখ ।