| |

Ad

নেত্রকোনায় পুলিশী বাধায় বিএনপির মানববন্ধন পন্ড

আপডেটঃ 8:36 am | February 13, 2018

নেত্রকোনা প্রতিনিধি ঃ জেলা শহরের মোক্তারপাড়ায় প্রেসক্লাবের সামেনর সড়কে জেলা মহিলা দলের উদ্যোগে গতকাল সোমবার কেন্দ্র ঘোষিত মানববন্ধন কর্মসূচি পালন করতে দেয়নি পুলিশ। বেলা আড়াইটার দিকে জেলা মহিলা দলের আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. আরিফা জেসমিন নাহিনের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী ব্যানার নিয়ে দাড়ালে নেত্রকোনা মডেল থানা পুলিশ মানববন্ধন করতে বাধা দেয়। এ সময় বক্তব্য দেন ড. আরিফা জেসমিন নাহিন। পুলিশী বাধার কারনে মানববন্ধনটি পন্ড হয়ে যায়। অন্যদিকে একই দিন সকালে জেলা শহরের কুড়পাড় এলাকায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএম মনিরুজ্জামান দুদু ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আনিক মাহমুব চৌধুরীর নেতৃত্বে বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করে।