| |

Ad

ময়মনসিংহ বিভাগীয় শিল্পী ঐক্যজোটের অভিষেক

আপডেটঃ 5:32 am | February 12, 2018

রজত কান্তি দেবনাথ: গত ১০ ফ্রেব্রুয়ারি ২০১৮ খ্রি. স্থানীয় মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে অভিষিক্ত হলেন শিল্পী ঐক্যজোট ময়মনসিংহ বিভাগীয় কমিটির নব নির্বাচিত সদস্যরা। ময়মনসিংহ বিভাগীয় কমিটির সদস্যরা হলেন আহবায়ক মো: লুৎফর রহমান (রিপন), সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ ওয়ালিউল্লাহ আকন্দ, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান, যুগ্ম আহবায়ক প্রশান্ত সরকার (তাপস), সদস্য সচিব সাইফুল ইসলাম দুদু, যুগ্ম সদস্য সচিব এমদাদুল হক (এমদাদ) , সদস্য হিসেবে রয়েছেন যথাক্রমে মোহাম্মদ খালেদুজ্জামান, দেবাশীষ বর্মণ মিঠুন, সোহানা রহমান (সোমা), টিটু মিয়া, আল আমিন শিহাব, শাম্মী আক্তার রুমী, অমিত হাসান শিবলু। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের সভাপতি এহ্তেশামুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী ঐক্যজোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও টিভি নাট্য নির্মাতা জি.এম সৈকত, নাট্যব্যক্তিত্ব অরবিন্দ সরকার জীবন। এনায়েত কবির খান সূর্য ও শাম্মী আক্তার এর সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিটির আহবায়ক মো: লুৎফর রহমান (রিপন)। “মানবতার কল্যাণে শিল্পী ঐক্যজোট’’ এই মন্ত্রকে ধারণ করে শিল্পী ঐক্যজোটের কার্যক্রমের মাধ্যমে ইতিমধ্যেই বাংলাদেশের চলচ্চিত্রের শিল্পীদের দুর্যোগকালীন সময়ে শিল্পী ঐক্যজোট পাশে দাঁড়িয়েছে। শিল্পী ঐক্যজোটের সাধারণ সম্পাদক জি.এম সৈকত জানিয়েছেন শিল্পী ঐক্যজোট বাংলাদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা দুঃস্থ শিল্পীদের পাশে দাঁড়ানোর কাজটি অব্যাহত রাখতে সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা প্রয়োজন। আয়োজনের শুরুতেই জি.এম সৈকত নির্মিত বঙ্গবন্ধুর উপর নির্মিত একটি গানের ভিডিও ও শিল্পী ঐক্যজোটের বিভিন্ন কর্মকান্ড নিয়ে একটি ভিডিও প্রদর্শন করা হয়। সবশেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।