| |

Ad

গফরগাঁওয়ে দূর্নীতি বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেটঃ 5:25 am | February 12, 2018

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা ঃ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে দূর্নীতি বিরোধী আলোচনা সভা গত শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থী, সততা সংঘের সদস্য, ম্যানেজিং কমিটির সদস্য ও স্থানীয় সুধীজনের সাথে এই দূর্নীতি বিরোধী সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ রইছ উদ্দিন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ কে.এম.এহছান, এডভোকেট।উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রফিকুল বাসারের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আজিম উদ্দিন মাষ্টার, গোলাম মাহমুদ ফারুকী, মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ ফজলুল হক ও নবম শ্রেণির ছাত্র মোঃ ইলিয়াস আমিনী প্রমূখ। সভাশেষে অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ কে.এম. এহছান, এডভোকেট শিক্ষার্থীদের দূর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করান।