| |

Ad

ময়মনসিংহের ফুলপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে তারাকান্দা বিদায় সংবর্ধনা

আপডেটঃ 5:30 am | February 08, 2018

তারাকান্দা ব্যুরো চীফঃ ময়মনসিংহের ফুলপুর সার্কেলের সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার ইঞ্জিনিয়ার মো. সাখের হোসেন সিদ্দিকীকে মঙ্গলবার রাতে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাজহারুল হক বদলী জনিত বিদায় সংবর্ধনা দিলেন। জানা গেছে, ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা থানা নিয়ে ফুলপুর সার্কেলের দায়িত্বরত সহকারী পুলিশ সুপার (এএসপি) থেকে সদ্য পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে এখন ময়মনসিংহের গৌরীপুর, ঈশ্বরগঞ্জ ও নান্দাইল সার্কেল হিসেবে যোগদান করেছেন।গত মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাতে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল হকের উদ্যোগে থানায় কার্যালয়ে এ সংবর্ধনা দেয়া হয়েছে। এ সময় ডেইলি ট্রাইবুনাল পত্রিকার ময়মনসিংহ জেলা প্রতিনিধি মাসুদ রানা, দৈনিক মাটি ও মানুষ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোটার কামাল হোসেন, এস আই মোহাম্মদ এনামুল হক, মনোরঞ্জন সরকার, এএসআই রুবেল মিয়া, বাচ্চু মিয়াসহ থানার সকল পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অতিরিক্ত পুলিশ সাখের হোসেন সিদ্দিকী দীর্ঘদিন যাবত ফুলপুর ও তারাকান্দা থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) সার্কেলের দায়িত্ব পালন করেছেন। তিনি এই দুই থানার দায়িত্ব থাকা অবস্থায় বাংলাদেশ পুলিশের ব্যাপক শুনাম অর্জন করেন। দুই উপজেলার গরীব, অসহায় সাধারণ মানুষের জন্য এই কর্মকর্তার দরজা সব সময় খোলা ছিল। বাল্য বিবাহ থেকে শুরু সাধারণ মানুষের জন্য নির্লস ভাবে কাজ করে গিয়েছেন। পাশাপাশি কমলমতি শিশু শিক্ষার্থীদের জন্যও তিনি ব্যাপক ভূমিকা পালন করেছেন।পুলিশের এই কর্মকর্তা পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হয়ে এখন ময়মনসিংহের গৌরীপুর, নান্দাইল ও ঈশ্বরগঞ্জসহ ৩ থানার সার্কেলের দায়িত্ব পেয়েছেন বলে নিশ্চিত করেছেন,তারাকান্দা থানার ওসি মাজহারুল হক।