| |

Ad

ময়মনসিংহে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

আপডেটঃ 5:30 am | February 06, 2018

স্টাফ রিপোর্টার : বই পড়ি স্বদেশ গড়ি, গণমানুষের মনের খাবার, নিত্য জোগায় গণগ্রন্থাগার এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল সকালে ময়মনসিংহে একটি বর্ণাঢ্য র‌্যালী জেলা প্রশাসনের কার্যালয় থেকে শহরের প্রধান প্রধান প্রদক্ষিণ করে সরকারি গণগ্রন্থাগার চত্ত্বরে এসে শেষ হয়। র‌্যালী শেষে ময়মনসিংহ জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোহসীন উদ্দিন এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো: খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম নাসির উদ্দিন। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ স্বপন ধর। স্বাগত বক্তব্য রাখেন জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মো: সালাহ্উদ্দীন। অনুষ্ঠান শেষে বইপাঠ বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়।