| |

Ad

ময়মনসিংহে চলচ্চিত্র বিষয়ক সংগঠন “মলিউড” এর আত্মপ্রকাশ

আপডেটঃ 7:01 am | February 04, 2018

স্টাফ রিপোর্টার ॥ ময়মনসিংহে টেলিমুভি নির্মাতাদের উদ্যোগে চলচ্চিত্র বিষয়ক সংগঠন ‘মলিউড’ এর আত্মপ্রকাশ হয়েছে। গত ১ ফেব্রুয়ারি ২০১৮খ্রি. স্থানীয় মৃত্যুঞ্জয় স্কুলে আনুষ্ঠানিকভাবে প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোকনুজ্জামান রোকন এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন শিল্পী, নির্মাতা ও সংগঠকগণ। হেদায়েতুল হক টিংকুর সভাপতিত্বে বক্তব্য রাখেন নাট্যকার সুজয় বসাক, নাট্যকার এমদাদুল হক এমদাদ, নাট্য নির্মাতা আজিজুর রহমান স্বপন, তরুণ চিত্রগ্রাহক আরিয়ান সেলিম, অভিনেতা টটুল, অভিনেতা জাহাঙ্গীর আকন্দ, পরিচালক বিপ্লব সাহা, ডান্স ডিরেক্টর অণিক বনিক, অভিনেতা উত্তম কুমার জয় প্রমুখ। উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি ২০১৮ শুক্রবার ময়মনসিংহ শহরের জুবিলি ঘাট এলাকায় চেতনা সংসদে সংগঠনটির আহবায়ক কমিটি গঠিত হয়েছে। সর্বসম্মতিক্রমে আহবায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন অভিনেতা হেদায়েদুল হক টিংকু, যুগ্ম আহবায়ক হিসেবে যারা রয়েছেন তারা হলেন : এম. জামান, জাহাঙ্গীর আকন্দ, বিল্লাল হোসেন মানিক, আরিয়ান সেলিম, এমদাদুল হক এমদাদ। এদিন একটি উপদেষ্টা পরিষদও গঠিত হয়েছে- উপদেষ্টা হিসেবে রয়েছেন মিজানুর রহমান বোম্বা, নাট্যকার সুজয় বসাক, টুটুল আহমেদ, নির্মাতা আজিজুর রহমান স্বপন।
মলিউড এর আহবায়ক হেদায়েদুল হক টিংকু জানান, ময়মনসিংহে বিচ্ছিন্নভাবে অনেকেই টেলিমুভি, নাটক, মিউজিক ভিডিও ইত্যাদি নির্মাণ করছেন। এসব করতে গিয়ে সকলেই কমবেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন। মলিউড গঠণের মূল উদ্দেশ্য হচ্ছে সম্মিলিতভাবে সকল সমস্যা নিরসনের মাধ্যমে এই শিল্পকে বাঁচিয়ে রাখা। এছাড়াও নির্মাতা, অভিনয় শিল্পী ও এর সাথে জড়িত সকলের স্বীকৃতি দেয়া এবং সম্মানিত করা। তিনি মনে করেন সকলের ঐক্যবদ্ধ চেষ্টায় ময়মনসিংহে মলিউড এর কার্যক্রম গতিশীল করা সম্ভব। তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।