| |

Ad

শ্রীবরদী পৌর শহরের ফুটপাতে অবৈধ দোকান উচ্ছেদের সতর্কিকরণ

আপডেটঃ 6:00 am | February 01, 2018

এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি॥ শ্রীবরদী পৌর শহরের ফুটপাতে অবৈধ দোকান ও স্থাপনা আগামী ২৪ ঘন্টার মধ্যে উচ্ছেদের জন্য সতর্ক করে দিয়েছেন নবাগত ইউএনও সেঁজুতি ধর। বুধবার দুপুরে তিনি পৌর শহরের প্রধান সড়কসহ বিভিন্ন গলি পরিদর্শণ করে সকল অবৈধ স্থাপনা ও দোকান মালিকদের আগামী ২৪ ঘন্টার মধ্যে উচ্ছেদের জন্য সতর্ক করে দিয়েছেন। অবৈধ স্থাপনা ও দোকান স্বইচ্ছায় উচ্ছেদ না করলে মোবাইল কোর্টের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অভিপ্রায় ব্যক্ত করেছেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন পৌর মেয়র আবু সাঈদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক ও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারি।