| |

Ad

মধুপুরে যাত্রীবাহী বাস খাদে আহত-৩৫

আপডেটঃ 6:55 am | January 31, 2018

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ  টাঙ্গাইলের মধুপুর উপজেলার টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের মধুপুর গোলাবাড়ি নামক স্থানে যাত্রী বাহী একটি বাস (বিনিময়) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৩৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে এখনো ২ জন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার সকাল ৯ টার দিকে ঘন কুয়াশার এবং বেপরোয়াভাবে গাড়ী চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিস কর্মীরা এসে গাড়ীর গ্লাস ভেঙ্গে যাত্রীদের উদ্ধার করে আহতের মধুপুর স্বাস্থ্যকমপ্লেক্সে ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেন। ১ জন শিশুসহ গুরুতর ১০ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মধুপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেষন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, ধনবাড়ী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিনিময় পরিবহন নামে একটি বাস উপজেলার গোলাবাড়ি এলাকায় খুব দ্রুত পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে বংশাই নদীর খাদে পড়ে যায়। এতে প্রায় ৩৫ জন আহত হয়েছে। এ পর্যন্ত ২ জন নিখোঁজ রয়েছেন। আমাদের উদ্ধার কাজ এখনো অব্যাহত রয়েছে।