| |

Ad

ভালুকায় উপজেলা পরিষদ সংরক্ষিত আসনের নির্বাচন সম্পন্ন

আপডেটঃ 6:47 am | January 31, 2018

ভালুকা প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদর সংরক্ষিত আসনে নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।২৯ জানুয়ারী সকাল ৮ থেকে বেলা ২টা পর্যন্ত কোন ধরনের বিশৃঙ্খলা ছাড়ায় একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।এতে ভালুকা পৌরসভা সহ ১১টি ইউনিয়নের ৩৬ জন ভোটারের শতভাগ ভোট প্রয়োগের মাধ্যমে সংরক্ষিত ওয়ার্ড ১ নং শারমিন সুলতানা সুইটি (মোরগ) নিয়ে ১৯ ভোট ও ৩ নং ওয়ার্ডের রহমতা আক্তার (চাঁদ)নিয়ে ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়। ১নং ওয়ার্ডের অলকা রাণী হরিণ প্রতিকে ভোট পায় ৬ টি ভোট বাতিল হয় ১১ভোট ৩ নং ফরিদা ইয়াসমিন মোরগ নিয়ে ভোট পায় ১১টি বাতিল হয় ৯ ভোট ।এবং বিনা প্রতিদ্বন্দিতায় ২ ও ৪ সংরক্ষিত ওয়ার্ড সদস্য নির্বাচিত হয়েছে।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিপায়ন দাস শুভ’র উপস্থিতিতে বে-সরকারী ভাবে ফলাফল ঘোষণা করেন নির্বাচন রির্টানিং অফিসার উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শহিদুজ্জামান এ সময় উপজেলা নির্বাচন অফিসার শামছুন্নাহার ভূঁইয়া ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।উলেখ্য ২নং ওয়ার্ডের খাদিজা বেগম ও ৪ নং ওয়ার্ডের রেহেনা আক্তার উপজেলা পরিষদর সংরক্ষিত আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হওয়ায় এ ২টি ওয়ার্ডে ভোট গ্রহণ হয়নি ।