স্পোর্টস ডেস্ক ১৯ ডিসেম্বর ২০২৪ , ৫:০৫:৩৩ প্রিন্ট সংস্করণ
২০৩৪ ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব। কদিন আগে আনুষ্ঠানিকভাবে মধ্যপ্রাচ্যের দেশটির নাম ঘোষণা করেছে ফিফা। ২০৩৪ বিশ্বকাপ হবে ৫টি শহরের ১৫টি স্টেডিয়ামে। এর মধ্যে ৮টি হবে রাজধানী রিয়াদে।
সর্বশেষ ২০২২ বিশ্বকাপের আয়োজক ছিল কাতার। সেখানে আবগারি আইন শিথিল ছিল। নানা জল্পনার পর বৈশ্বিক ফুটবলের মহাযজ্ঞ শুরুর আগমুহূর্তে কাতারের কর্তৃপক্ষ জানিয়েছিল কিছু কিছু জায়গায় মদ পাওয়া যাবে। বিদেশি পর্যটকরা সেখান থেকে মদ কিনতে পারবে। কিন্তু সৌদি আরবে তেমনটা হচ্ছে না বলেই এক প্রতিবেদনে জানিয়েছে দ্য গার্ডিয়ান।
১৯৫২ সাল থেকে সৌদি আরবে মদ নিষিদ্ধ। বিদেশিরাও সেখানে মদ কিনতে বা খেতে পারেন না। মদপানের বিরুদ্ধে দেশটিতে কঠোর আইন রয়েছে। কেউ যদি মদ পান করে ধরা পড়েন তাহলে তাকে কয়েকশ বেত্রাঘাত করা, সৌদি থেকে বের করে দেওয়া, কারাদণ্ড দেওয়া অথবা আর্থিক জরিমানা করা হয়।